প্রধানমন্ত্রীকে ‘আনারস’ উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আরো পড়ুন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে ৭শ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।

মনিষ সিং সাংবাদিকদের জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ