যশোরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আরো পড়ুন

যশোরের চৌগাছায মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আহত হাসান ও ইমনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া় প্রাথমিকভাবে বিদ্যালয় সামনে এ দুুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি মোটরসাইকেলযোগে যশোর থেকে তিন জন চৌগাছার দিকে যাচ্ছিলো। পথে সড়কের কয়ারপাড়ায় অপর একটি মাইক্রোবাস যশোরের দিকে আসছিল। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যশোর শহরের কাঠালতলার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত পেয়ে নিহত হন।

মোটরসাইকেল থাকা বাকি দুইজন একই এলাকার ইবাদতের ছেলে ইমন (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান (১৭) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা বর্তমানে যশোর জেনারেলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ