গরু নামাতে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩

আরো পড়ুন

নারায়ণগঞ্জ সদরে ফতুল্লার একটি পশুর হাটে ইজারাদারের বিরুদ্ধে ট্রাক থেকে ব্যাপারীদের গরু নামিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গরু নামাতে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলায় উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ভূইগড় এলাকার অস্থায়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার রাতে আহত পুলিশের এসআই ১৭ জনের নাম উল্লেখসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন স্থানীয় সুজন সরদার, অপু কাজী ও সোহেল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলায় এসআই মিজানুর রহমান আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় রাতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করা হয়। মামলায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এজাহারে বলা হয়, বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে ব্যবসায়ীরা ট্রাকে করে গরু নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভূইগড় এলাকার হাটের ইজারাদার মানিক চান ও তার লোকজন ব্যবসায়ীদের আটকে রেখে জোর করে তাদের হাটে গরু নামানোর চেষ্টা করছিলেন।

এ সময় ৯৯৯-এ ফোন করে তারা ঘটনা জানালে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ট্রাক থেকে গরু নামাতে দেখে তারা ইজারাদারের লোকজনকে বাধা দেন।

এ সময় ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে এসআই মিজানুর রহমান আহত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ