আন্তর্জাতিক ডেস্ক: লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদ ভারতের বেঙ্গালুরুতে গ্রেফতার হয়েছেন। বেঙ্গালুরুর বোম্মনাহাল্লিতে গত ১ জুলাই ফয়সাল গ্রেফতার হন। ৩ জুলাই তাকে কলকাতায় আনা হয়।
পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়ে লিখেছে, তাকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কলকাতা পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘জুনের গোড়ায় বাংলাদেশের গোয়েন্দারা ফয়সালের হদিস পান ভারতে। তার মোবাইল নম্বর কলকাতা পুলিশকে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেয় এসটিএফ। মোবাইল ট্র্যাক করে বেঙ্গালুরুতে ফয়সালকে পায় পুলিশ।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ফয়সালকে জেরা করে জানা গিয়েছে, তারই নেতৃত্বে আল-কায়দার আসাম মডিউল নিজেদের ঘাঁটি মজবুত করেছে বরাক উপত্যকায়। হত্যাকাণ্ডের সময়ে ফয়সাল ছিল ডাক্তারির ছাত্র। জড়িয়ে পড়েছিল আল-কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে। বিভিন্ন মাদরাসায় পড়ানোর আড়ালে জেহাদি মতাদর্শ ছড়িয়েছে ফয়সাল।’
২০১৫ সালের ১২ মে সিলেটের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন। ওই মামলার রায়ে গত ৩০ মার্চ চারজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত, তাদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭) একজন।
জাগো/এমআই

