শাহ জামাল শিশির, ঝিকরগাছা: কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় যশোরের ঝিকরগাছার ছুটিপুরে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দুইটার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার কাজী নাজিব হাসান।
এসময় থানার এসআই সুব্রত কুমার কুন্ডুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি আলমগীর হোসেন (৪৬) শার্শা উপজেলার শিবরাম গ্রামের এলাহী বকসের ছেলে। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুরে কপোতাক্ষ নদ থেকে স্যালোমেশিন যুক্ত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে আলমগীরকে এ দণ্ড দেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার কাজী নাজিব হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শার্শার আলমগীর হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এসময় স্যালোমেশিন যুক্ত দুইটি ড্রেজার জব্দ করে ইউনিয়ন ভূমি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

