শিরোপা আসবে যশোর, নাকি যাবে নীলফামারীতে?

আরো পড়ুন

নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চতুর্থবারের মতো সেমিফাইনাল খেলে প্রথম ফাইনালমঞ্চে। যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ও এই প্রথম জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে। দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলের এই দুই স্কুলের সামনেই এখন স্বপ্নজয়ের হাতছানি। শেষ পর্যন্ত সফল হবে কারা?

দেশের ৫১ জেলার ৫১ স্কুল নিয়ে গত মে মাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল ফুটবলের প্রথম পর্ব। ৮ ভেন্যুতে হয়েছিল খেলাগুলো। ৮ ভেন্যুও ৮ চ্যাম্পিয়ন নিয়ে পল্টনের আউটার স্টেডিয়ামে ২৮ জুন শুরু হয়েছিল চূড়ান্ত পর্ব। বুধবার ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে দেশের স্কুলগুলোর মধ্যকার ফুটবল প্রতিযোগিতা। শিরোপা আসবে যশোর, নাকি নীলফামারীতে?

ছোটদের ফুটবল। কিন্তু আয়োজনের সবকিছু বড়দের মতোই। চূড়ান্ত পর্ব শুরুর আগে সংবাদ সম্মেলন, ফাইনালের আগেও। মঙ্গলবার বাফুফে ভবনে দুই দলের কোচ-অধিনায়ক এক ছাদের নিচে বসে বলে গেলেন যার যার দলের শক্তি-সামর্থ্য ও সম্ভাবনার কথা। দুই দলের অধিনায়কই দেশবাসীর কাছে দোয়া চাইলেন যাতে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে।

পল্টন আউটার স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে দুই জেলার দুই স্কুলের ফাইনাল। সংবাদ সম্মেলনে বেনাপোল মাধ্যমিক স্কুলের কোচ সাব্বির আহমেদ পলাশ বললেন, আমরা দুই দলই ছিলাম এক গ্রুপে। গ্রুপ ম্যাচে আমরা ৪-০ গোলের ব্যবধানে জিতেছিলাম। আশা করি, ফাইনালও জিততে পারবো।

নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ দলের কোচ আবদুল ওহাবের চোখেমুখে প্রতিশোধের আগুন। ‘গ্রুপ ম্যাচে হেরে গেছি। তবে ফাইনালে আমরা আশাবাদী। হারের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হতে চাই’-বলছিলেন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কোচ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ