বিদেশ যেতে মেডিক্যাল করতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

আরো পড়ুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এক নম্বর গেটের সামনে বাসের ধাক্কায় জাহাঙ্গীর মাতব্বর নামের যুবক নিহত হয়েছেন।

তানজিল পরিবহনের বাসের ধাক্কায় শনিবার (২ জুলাই) সকালে নিহত হন তিনি।

৩৫ বছর বয়সী জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামে।

জাহাঙ্গীরের মামা মুহিদুল ইসলাম বলেন, বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন তার ভাগ্নে। সে লক্ষ্যে মেডিক্যাল পরীক্ষার উদ্দেশ্যে ফকিরাপুলে পানির ট্যাংকি এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে বায়তুল মোকাররমের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তানজিল পরিবহন একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, যুবককে ধাক্কা দেয়া বাসটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ