অনুমতি ছাড়া হজ করলেই আড়াই লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

সৌদি আরব ঘোষণা করেছে যে কেউ অনুমতি ছাড়া হজ পালন করলে তাকে ২ হাজার ৬৬৫ ডলার (২ লাখ ৪৭ হাজার ৮৪৫ ডলার) জরিমানা করা হবে।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এমনটাই জানা গেছে।

এ ছাড়া সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল-শুওয়াইরেখ বলেছেন, হজ মৌসুমে নিয়ম মেনে চলা নিশ্চিত করার জন্য সব পবিত্র স্থানের ভেতরে ও পবিত্র স্থানগুলোর দিকে যাওয়া রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরো জানিয়েছেন, অন্যের হয়ে হজ করার প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ার কারণে নিরাপত্তা বাহিনী ১৯ জনকে আটক করেছে।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। ধর্মীয় নিয়ম মোতাবেক সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার হজ করতে হয়।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর হজযাত্রীর সংখ্যা হ্রাস পাওয়ার পর এই বছর সৌদি কর্তৃপক্ষ ১০ লাখ মুসলিমকে হজ করার অনুমতি দেবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ