কেশবপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল

আরো পড়ুন

কেশবপুর: যশোরের কেশবপুরে শনিবার (২৫ জুন) বিকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও কেশবপুর থানার পৃথক উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।

Keshabpur 25.06.2022 2

অপরদিকে, কেশবপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল কাদের, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ