সীতাকুণ্ডে ১৬০০ গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেফতার ৩

আরো পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে এক হাজার ছয়শ’ খালি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার তুলাতুলি এলাকার একটি জ্বালানি তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়। ‌শনিবার দুপুরে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৪২), ইমতিয়াজ উদ্দিন (৩৬) ও জহির হোসেন (৩৪)।

নূরুল আবছার বলেন, সীতাকুণ্ডের তুলাতুলি এলাকার একটি তেলের ডিপোর ভেতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে রাখা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে ওই গ্যাস সিলিন্ডারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার গ্যাস সিলিন্ডারের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির খালি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে এসব গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসেবে রি-রোলিং মিলে বিক্রি করে আসছে। এতে সিলিন্ডার কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ