মহাসড়কে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর প্রকাশ্য দিবালোকে কবির হোসেন (৪৫) নামক এক এলপি গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির হোসেন খামারের চর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। তিনি এলপি গ্যাস এবং রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আজ বেলা ১২টার দিকে কবির বাড়ি থেকে বের হয়ে তার গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর চলে আসেন। সন্ত্রাসীরা চাপাতি, দা ও ছুরি দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুক্ষণের জন্যে বন্ধ থাকে। সংবাদ পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়েছে তা জানতে এবং আসামিদের দ্রুত গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ