যশোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিক বাবু।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য কামাল হোসেন, যশোর আদালতের পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী, জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, সদস্য এস এম রবি সিদ্দিকী, কেরামত আলী প্রমুখ।

