পদ্মা সেতুর উদ্বোধনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

আরো পড়ুন

ঢাকা অফিস: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বুধবার (২২ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, শেখ হাসিনার এমন জিজ্ঞাসার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিতে কোনো নেতৃত্ব সংকট নেই। বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। তার অবর্তমানে তারেক রহমান। কিন্তু আওয়ামী লীগের হাসিনা ছাড়া কেউ নেই।’

২০০৪ সালে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের প্রজেক্ট সামারি তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, ‘মূল পরিকল্পনা থেকেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে বিএনপি পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করেছে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ মিথ্যাচার।’

সরকার অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করায় সিলেটে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সেনাবাহিনীর কাছে নৌযান নেই। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের দিকে বেশি মনোযোগী হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বুঝতে পারছে না সরকার।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ