নতুন বিজ্ঞাপনে কক্সবাজারে মেহজাবিন, পরিচালক রাজীব

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। গত ২০ জুন কক্সবাজারে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়। শেষ হচ্ছে আজ বুধবার (২২ জুন)। এরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘দুই দিন শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে আমাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে আরও একদিন সময় বাড়াতে হয়। শেষ পর্যন্ত আজ কাজটি শেষ হচ্ছে। ক্যামেরা ক্লোজ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবো।’

বিজ্ঞাপচিত্রটির শুটিং হয়েছে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায়। মেহজাবীন ছাড়াও এতে রয়েছেন একজন নবীন মডেল।

আদনান আরও জানান, এই বিজ্ঞাপনচিত্রটি বাংলালিংকের। আসছে ঈদ থেকে এটি প্রচারে আসবে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরীকে নিয়ে এর আগে চারটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এবার পঞ্চম বিজ্ঞাপনচিত্র নিয়ে আসছেন এই জুটি। আগেরগুলোর মতো এটিও দর্শক পছন্দ করবে বলে প্রত্যাশা তাদের।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ