স্ত্রীকে ছাড়িয়ে নেয়ায় সাতক্ষীরায় শ্বশুরকে কুপিয়ে হত্যা!

আরো পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেয়ায় শ্বশুর আজগার আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা সালাউদ্দীনের বিরুদ্ধে।

বুধবার (২২ জুন) ভোর রাত দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাটিকুমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সালাহউদ্দিনের দুই বছর আগে বিয়ে হয়। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয় সালাহউদ্দিন।

বুধবার ভোর রাত দিকে ঘুমন্ত অবস্থায় মশারির উপর দিয়ে আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে চলে যায় জামাতা সালাউদ্দীন।

ভাইয়ের চিৎকারে তিনিসহ স্থানীয়রা ছুঁটে এসে আজগার আলীকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না নেয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে চিকিৎসা চলাকালে আজগার আলী মারা যান।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ