বন্যা কবলিতদের সহযোগিতা করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এই অবস্থায় দেশের যেসব জেলা এখন বন্যা কবলিত, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কোনো দলীয় কর্মসূচী না রাখার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন এই নেতা।
তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বুধবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন নাছিম।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে অনেক বিষয় আমাদেরকে ভাবিতে তুলছে। এমনিতে বন্যা কবলিত এলাকায় করার কোনো কারণ নেই। করাও হয়ত হবে না। এগুলো নিয়ে দলের পক্ষ থেকে বুধবার জানিয়ে দেয়া হবে।
নাছিম বলেন, এগুলো নিয়ে দলের ভেতর চিন্তা আছে। মানুষের সাথেই তো আমাদের সম্পর্ক। মানুষের দুঃখ কষ্ট বেদনার পাশে দাঁড়ানো। আমাদের নেতাকর্মীরা তো সবাই মানুষের পাশে দাড়িয়েছে। যার যতটুকু আছে, তাই নিয়েই ঝাঁপিয়ে পড়েছে।
বন্যা কবলিতদের সহযোগিতা করাই এখন আওয়ামী নেতাকর্মীদের প্রধান কাজ বলে মন্তব্য করেন নাছিম।
তিনি বলেন, এটাই তো এখন প্রধান কাজ। এই কাজগুলো আমাদের নেতাকর্মীরা করছে। দলীয় নির্দেশনা আছে। আমরা যে যেখানে আছি, সেখান থেকেই এ কাজগুলো করছি। এখানে শিথিলতা, অবহেলা করার কোনো সুযোগ নেই৷
মঙ্গলবার সিলেটের বন্যা কবলিত এলাকা হেলিকপ্টার যোগে ঘুরে এসেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বাহাউদ্দীন নাছিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু ছুটে গেছেন। এটাও কিন্তু বড় সিগন্যাল।

