রংপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

রংপুরের মিঠাপুকুরে সড়ক রাখা ভেজা খড়ে মোটরসাইকেল স্লিপ করে ট্রাকচাপায় শফিক (২২) ও ইমন (২৪) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগজ্ঞ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিক শুকুরেরহাট তিলকপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে ও ইমন একই গ্রামের বাসিন্দা বলে জানা জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাল্টিরহাট থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন দুই বন্ধু শফিক ও ইমন। মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগজ্ঞ এলাকায় পৌঁছালে রাস্তার একপাশ দখল করে রাখা ভেজা খড়ে মোটরসাইকেলের চাকা স্লিপ করে দুই জনেই রাস্তার মাঝখানে পড়ে যায়। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক দুই জনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিক ও ইমনের মৃত্যু হয়। স্থানীয়রা মিঠাপুকুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে, চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ