পদ্মা সেতু নিয়ে বিএনপির বক্তব্য শতাব্দীর সেরা মিথ্যা: বাহাউদ্দিন নাছিম

আরো পড়ুন

‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া স্থাপন করেছেন’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এটাকে শতাব্দীর সেরা মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার (২০ জুন) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভা সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, পদ্মা সেতু যেন না হয় তার সব ধরনের ষড়যন্ত্র করেছে কুচক্রি মহল বিএনপি-জামায়াতিরা। পদ্মা সেতু নিয়ে দেশে-বিদেশে নানা ধরনের মিথ্যাচার করেছে, ষড়যন্ত্র করেছে ড. ইউনূস ও খালেদা জিয়া। এ কারণে একপর্যায়ে বিশ্বব্যাংক তাদের সহযোগিতা প্রত্যাহার করে নেয়। তারা ভেবেছিল ষড়যন্ত্র হয়েছে, দুর্নীতি হয়েছে।

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের আদালতে নয়, কানাডার আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি, কোনো ষড়যন্ত্রও হয়নি। সেদিন বিএনপি-জামায়াতি ও তথাকথিক অর্থনীতিবিদরা বাংলাদেশের নাগরিক হয়ে কতবড় মিথ্যাচার করেছিল। তারা দেশের সাধারণ মানুষের স্বার্থে মিশতে পারে না। তারা কখনোই বাংলাদেশি মানুষের বন্ধু হতে পারে না।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল হাসান নিটুল খন্দকারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ