চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

আরো পড়ুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় মাটি বোঁঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবক মিল্লাত হোসেন (৩০) নিহত হয়েছেন। মিল্লাত হোসেন উপজেলার সদাবরী গ্রামের আত্তাব হোসেনের ছেলে।

মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা মধুচরা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিল্লাত হোসেন সকালে মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গার মধুচরা বটতলা নামক স্থানে পৌঁছালে একটি বালি বোঝাই ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে পিছন দিক থেকে ধাক্কা মারে। এতে তিনি পিচ সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান।

কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পালিয়ে গেলে ও মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ