বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
শনিবার (১৮ জুন) সন্ধ্যায় সংগঠনের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ গুরুতর অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জরুরী সভা থেকে নির্মল রঞ্জন গুহর শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
সিলেটের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে প্রয়োজনীয় কার্যকর্ম পরিচালনা করতে দায়িত্বপ্রাপ্ত নেতা সংগঠনের সহ সভাপতি সুব্রত পুরুকায়স্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করা হয়। ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে করণীয় বিষয়ে কেন্দ্রীয় ও সকল জেলা মহানগরের সাথে রাত ৯ টায় জুম মিটিং এ অংশগ্রহণের উদ্দেশ্যে জরুরী সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, উপ দফতর সম্পাদক প্রমুখ

