বেনাপোলে ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক

আরো পড়ুন

শার্শা প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী বেনাপোল দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সোনাসহ মনিরুজ্জামানকে আটক করে।

আটককৃত মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি একজন সোনা পাচারকারী ঢাকা থেকে ১০ পিস সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে গাড়িটি থামিয়ে মনিরুজ্জামানের শরীর তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ