চাঁপাইনবাবগঞ্জের প্রতারণার শিকার হয়ে সুমন আলী (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ জুন) সকালে গোমস্তাপুর উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার নিমতলা এলকার আবুল কালামের ছেলে।
সকালে কলাইদিয়ার এলাকায় আমবাগানে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ টনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায় সুমন। প্রাথমিক তদন্তে জানা যায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার জন্য একই এলাকার মৃত মহসিনের ছেলে সানাউল্লাহকে ৮ লাখ ৭০ হাজার টাকা দেয় সুমন আলী। সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায় সে টাকা ফেরত চায়। কিন্তু সে কালক্ষেপন করে টাকা না দেয়ায় হতাশায় সুমন আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে হয়েছে বলে জানান ওসি।

