শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

আরো পড়ুন

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সী।

তিনি জানান, গত বুধবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা এলাকার ভানুগাছ রোডস্থ বিটিআরআই সংলগ্ন ফিনলের রাবার বাগান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মো. মুন্না মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া, ওরফে দানা মিয়া। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সী জানান, আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ