৩ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র, ২টিতে স্বতন্ত্র

আরো পড়ুন

দেশের চার জেলার পাঁচ পৌরসভায় ভোট হয়েছে বুধবার। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। দুই পৌরসভায় মেয়র হয়েছেন স্বতন্ত্ররা।

দিনভর ভোট শেষে বুধবার (১৫ জুন) সন্ধ্যায় একে একে আসতে থাকে ভোটের বেসরকারি ফল। তাতে দেখা যায় গোপালগঞ্জ পৌরসভায় নৌকা জয় পেলেও মুকসুদপুরের মেয়র পদ পান স্বতন্ত্র প্রার্থী। সিলেটের বিয়ানীবাজারে নৌকাকে ডুবিয়ে মেয়র হয়েছেন বিদ্রোহী প্রার্থী। মেহেরপুর পৌরসভা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

সবগুলোতেই ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ভোটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি নৌকার প্রার্থী আতিকুর রহমান মিয়া। এমনকি জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোটও পাননি তিনি।

সেখানে জিতেছেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল। ভোট পেয়েছেন ৬ হাজার ১৫৪টি। অন্যদিকে আতিকুরের নৌকায় ভোট পড়েছে ৬০৪টি। ব্যবধান ৫ হাজার ৫৫০।

মুকসুদপুর পৌরসভার নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন নিউজবাংলাকে জানান, যত ভোট পড়বে তার ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থী জামানত হারাবেন।

এই হিসাবে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী আতিকুর রহমান। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র।

গোপালগঞ্জ পৌরসভায় অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেন। তার বিপক্ষে নামা ৯ জন প্রার্থী একে একে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুরকে দেড়গুণ ভোটে হারিয়েছেন বিদ্রোহী জি এস ফারুকুল হক।

বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় জানান, পৌরসভার ১০ কেন্দ্রে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফারুকুল। তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।

ফারুকুল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বিদ্রোহী হওয়ায় ভোটের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান রিটন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

মাহফুজুর জেলা যুবলীগের আহবায়ক।

তিনি ১৫ হাজার ৪৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লা মতু পেয়েছেন ৭ হাজার ৪৪৬ ভোট।

এই পৌরসভার ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র হয়েছেন আওয়ামী লীগের জমির হোসেন জমির।

পৌরসভা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, জমির পেয়েছেন ৬ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট।

নবনির্বাচিত মেয়র জমির বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতির পদে আছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ