যশোর শিক্ষা বোর্ডের অধীনে কুষ্টিয়ার সান আপ ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দেবে আলবার্ট স্মীথ বালা এবার এসএসসি পরীক্ষা সন্ধ্যায় দেবে।
সেই কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সেভেন্থডে এ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের হওয়ায় তার পরীক্ষা সন্ধ্যা নেয়া হবে বলে জানান বোর্ড কর্তৃপক্ষ।
ইতোমধ্যে তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তিনি বলেন, এই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
খ্রিষ্টান ধর্মীয় বিধানমতে, সেভেন্থডে এ্যাডভেন্টিস্ট মন্ডলী ভক্তদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই আলবার্ট স্মীথ শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেবে।
বোর্ড সূত্র জানায়, আলবার্ট স্মীথ বালা নামে পরীক্ষার্থী কুষ্টিয়ার সান আপ ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী। তার রোল ১৩৪১৩১, রেজিস্ট্রেশন নম্বর ১৯১৩৩০২৪৫১। তার কেন্দ্র কুষ্টিয়া হাইস্কুল। শনিবার (২ জুলাই) সে রসায়ন পরীক্ষায় সন্ধ্যায় অংশ নেবে। পরীক্ষা হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১৯ সালে এই শিক্ষার্থী সন্ধ্যায় জেএসসি পরীক্ষা দিয়েছে। বাকি পরীক্ষা গুলো রুটিন অনুযায়ী সে অংশগ্রহণ করবে।

