কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বিআরডিবির মাঠ সংগঠক নিহত

আরো পড়ুন

কেশবপুর: যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় বিআরডিবির কর্মকর্তা আশরাফ আলী (৫৭) মারা গেছেন।

যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের মাঠ সংগঠক আশরাফ আলী সকালে ভ্যানে শহরের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভ্যানচালক উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৬০) আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ