মৌসুমী-ওমর সানীর সংসার ভাঙার চেষ্টায় জায়েদ!

আরো পড়ুন

অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ আনলেন আরেক অভিনেতা ওমর সানী। তার অভিযোগ মৌসুমী ও তার সুখের সংসার ভাঙার চেষ্টা করে যাচ্ছেন জায়েদ খান।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে রাজধানীর এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ‘আখেরী হামলা’ খ্যাত অভিনেতা সানী।

ওমর সানী অভিযোগের বিষয়ের ঘরে লেখেন, জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে অভিযোগ।

ওমর সানী ওই অভিযোগ পত্র বলেন, আমি ওমর সানী অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে।

জায়েদ খানকে বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করেছেন ওমর সানী। অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করে বলেন, এ ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু ওই বিষয়ের কোনো সমাধান হয়নি।

এর আগে জায়েদকে চড় মেরেছেন এমন বক্তব্য গণমাধ্যমে দিলেও অভিযোগপত্রে তা উল্লেখ করেননি। তবে তাকে পিস্তল দেখিয়ে মারতে চেয়েছিলেন জায়েদ- সে বিষয়টি এনে ওমর সানী বলেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে শিল্পী সমিতির উদ্দেশে সানী বলেন, আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা-পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ