চৌগাছায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা

আরো পড়ুন

যশোরের চৌগাছায় এক যুবককে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

রবিবার (১২ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার কয়ারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত মুকুল ওই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর নিজ ধান ক্ষেতে সন্ত্রাসীদের হাতে খুন হন মুকুলের বড় ভাই পিকুল।

এদিকে, গুরুতর আহত অবস্থায় মুকুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। মুকুল চৌগাছা মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি বাবার সাথে কৃষি কাজ করতেন।

মুকুলের চাচাতো ভাই মতিয়ার জানান, রাতে বাড়ির সামনে পুকুরের কাছে দাড়িয়ে ছিলেন। এমন সময় অজ্ঞাত ৩/৪জন এসে মুকুলের গলায় ও পেটে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি দাবি করেন, পিকুল হত্যার জেরেই মুকুলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ