হরিণাকুন্ডুতে হামলার একমাস পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে একমাস চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন আক্তার হোসেন (২৫) নামে এক যুবক।

রবিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, গত ৮ মে পার্শ্ববর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহের দুই ছেলে চাঁন মিয়া ও শুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাওয়ায় তারা তার স্বামীকে মারধর করে। সে সময় প্রথমে তাকে হরিণাকুন্ডু হাসপাতালে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানে তার মৃত্যু হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলা হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ