নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্ট যাত্রীর গলা হতে সোনার চেইন ছিনতাইকালে রাহুল হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জুন) বেনাপোল চেকপোষ্টের পাশে এই ঘটনা ঘটে
আটক ছিনতাইকারী রাহুল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আব্দুল রহমানের ছেলে।
ভারতীয় পাসপোর্ট যাত্রী স্বপ্না অধিকারী বলেন, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাহিরে এসে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এক যুবক আকস্মিক ভাবে তার গলার সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই যুবককে ধাওয়া করে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, আটক ছিনতাইকারীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
জাগো/এমআই

