বাগেরহাটে সড়কে ঝরলো স্কুলছাত্রের প্রাণ

আরো পড়ুন

বাগেরহাটের মোড়েলগঞ্জে পিকআপ সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ৮ম শ্রেণিতে পড়া একজন স্কুলছাত্র নিহত ও সাথে থাকা অপর দুইজন আহত হয়েছেন।

স্কুলছাত্র ইয়াসিন সাজ্জালকে (১৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার বিকেলে মারা যায়। আর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারের কাছে।

নিহত ইয়াসিন সাজ্জাল গুলিশাখালী গ্রামের খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আরএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি (২৫) ও তার ভাই সিরাজুল চাপরাশিকে (২৭) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেয়ার পথে সে মারা যায়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ