আবার চোখ রাঙাচ্ছে করোনা! ভারতে রোজ বাড়ছে সংক্রমণ

আরো পড়ুন

ভারতে কোভিডের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। ফলে একটা উদ্বেগও তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ।

দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে শুধু মুম্বইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন। ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু হাজারের কাছাকাছি পৌঁছল মায়ানগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় ফের মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

মহারাষ্ট্রের পরই রয়েছে কেরল (২,৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫)। তার পরে রয়েছে কর্নাটক (৫২৫)।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ