গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রাত ২টার দিকে ডা. জাহিদের কাছ থেকে খবর পাই ম্যাডাম অসুস্থ বোধ করছেন। দ্রুত হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিক কার্ডিয়াক ডাক্তারের সঙ্গে কথা বলে ভর্তির ব্যবস্থা করা হয়। রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল আরো জানান, ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শারীরিকভাবে তিনি স্ট্যাবল আছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় ডাক্তাররা বোর্ড মিটিং করে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেবেন।
এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

