যশোরে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

আরো পড়ুন

যশোরে রেললাইনের পাশ থেকে লাভলু (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙা কলোনীপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাভলু একই এলাকার মধ্যেপাড়া কলোনীর আব্দুল মান্নানের ছেলে। তিনি আফিল গ্রুপে চাকরী করতেন।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাভলু কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল, খাওয়া দাওয়া সেরে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে যান। তারপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে রেললাইনের পাশে জনৈক আসাদের আম বাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মরদেহ উদ্ধার করে।

নিহতের লাভলুর পরিবার ও স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, লাভলুর তিন ভাই ও এক বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান, ছোট ভাই মনি চার-পাঁচ বছর আগে দূর্বৃত্তদের হাতে খুন হন। ছোট ভাইয়ের খুনের মামলা নিহত লাভলু পরিচালনা করতেন বলে জানা যায়।

এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ