গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে সম্পর্ক রাখায় মহানগর আওয়ামী লীগের শতাধিক নেতাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।
জানা গেছে, দলীয় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১৯ নেতাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। ১ জুন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল স্বাক্ষরিত এ শোকজ নোটিশের চিঠি দেয়া হয়। চিঠিতে আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্ত নেতার মধ্যে ১৯ জন গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন। অন্য ১০০ জন মহানগরের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী।
উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

