যশোরে বহিস্কৃত সেই যুবলীগ নেতা মাজহারুল পুলিশের হাতে আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বহুল আলোচিত বহিস্কৃত যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারকে আটক করেছে পুলিশ। তিনটি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার (৯ জুন) সন্ধ্যায় যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার থেকে তাকে আটক করা হয়েছে।

ইছালি ফাঁড়ি ইনচার্জ মোকারম হোসেন তাকে আটক করেন । এর আগে মাজহারের বিরুদ্ধে প্রধান শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকির একটি অডিও ফাঁস হয়। যা নিয়ে সারাদেশে তোলপাড়েরর সৃষ্টি হয়। একপর্যায়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারকে সাময়িক বহিস্কার করে জেলা যুবলীগ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ