প্রধানমন্ত্রীর নির্দেশে বার্ন ইউনিটে ছুটে গেলেন নানক-নাছিম

আরো পড়ুন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীতাকুণ্ডের অগ্নিদগ্ধদের খোঁজ খবর নিতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। সেখানে তারা অগ্নিদগ্ধদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলেন। এ সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত ছিলেন।

অগ্নিদগ্ধদের খোঁজখবর নিয়ে এসে গণমাধ্যমকে জাহাঙ্গীর কবির নানক বলেন, অনেকগুলো মানুষ আমাদের মাঝ থেকে এই দুর্ঘটনার কারণে চলে গেছে। আমরা তাদের শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা না ফেরার দেশে চলে গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা চিকিৎসারত আছেন আমরা আশাকরি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে শিগগিরই সুস্থ হয়ে যাবেন।

তিনি আরো বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও নেতৃবৃন্দসহ সবাই অপেক্ষমাণ রয়েছেন। যখনই তাদের রক্ত প্রয়োজন হবে, তারা রক্ত দানের ব্যবস্থা করবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ