নড়াইলে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

আরো পড়ুন

নড়াইলে মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তির নামে মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জুন) রাতে বুড়িখালি গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে বুড়িখালি গ্রামের মাদরাসাছাত্রী প্রতিবেশীর বাড়িতে খৎনার অনুষ্ঠানে যায়। রাত ১১টার দিকে বাড়িতে ফেরার পথে একই গ্রামের নূর মহম্মাদ শেখ (১৯), আশিক মোল্যা (২০) ও কালু গাজী (২১) তাকে জোর করে পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর পাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ছবি তুলে রাখে।

গত কয়েকদিন স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছিল। মীমাংসা না হওয়ায় ধর্ষক নূর মহম্মাদ নিজেই মেয়েটির আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনাটি ব্যাপক জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ধর্ষকদের আটকে অভিযান চালায়। পুলিশ নূর মহম্মাদ শেখ ও আশিক মোল্যাকে গ্রেফতার করলেও অপর ধর্ষক কালু গাজী পলাতক রয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, বাকি আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ