আর আই রাজিব, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামে তাসলিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুন) রাতে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের মাঠে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তাসলিমা খাতুন লক্ষীপুর গ্রামের ইজিবাইক চালক আলমের স্ত্রী বলে জানা গেছে।
কোটচাঁদপুরের দোড়া ইউপি সদস্য সবুজ জোয়ারদার জানান, রাতে কে বা কারা তাকে হত্যা করে একটি ঘাসের ক্ষেতে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দেয়।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, লক্ষিপুর গ্রামের পশ্চিম পাড়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তদন্তের পর হত্যার মোটিভ ও ক্লু জানা যাবে।

