কবিরহাটে চোরাই গরুসহ বাবা-ছেলে গ্রেফতার

আরো পড়ুন

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে তিনটি চোরাই গরুসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০১ জুন) রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে হাফেজ আহম্মেদ (৪৫) ও তার ছেলে মো. নাঈম (২৪)।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত গরু চোর বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই গরু জব্দ করা হয়। আজ তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ