যশোরে ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার, আটক ৬

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে তিনটি প্রাইভেটকার থেকে ১৩ কোটি টাকা মূল্যের ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৩৫ পিস স্বর্ণেরবারসহ ৬ জনকে আটক করেছে যশোর বিজিবি। বুধবার (১ জুন) দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোলের দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার ঘাঘুারয়া গ্রামের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লা জেলার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারির ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।

বুধবার বিকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. ক. শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারে ঢাকা থেকে তিনটি প্রাইভেটকারে স্বর্ণ যশোরের বেনাপোল দিয়ে পাচার হচ্ছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটসহ একটি চৌকস দল শহরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁদ পাতে। ভোর ৪ টার দিকে পরপর কপি ঢাকা মেট্রো-গ-২৬-৩৩৮৭, সাদা রঙের ঢাকা মেট্রো-গ-২৬-৩৫-৭৫ এবং ঢাকা মেট্রো-ম-০০-৭০২৫ তিনটি তল্লাশি করলে গাড়ি তিনটি বিভিন্ন স্থানে গোপন বক্স বসিয়ে অভিনব কায়দায় রাখা ১৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে ১৩ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা। তখন ৬জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, স্বর্ণেরবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্য যশোর সীমান্ত পার করে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরত যাওয়ার কথা ছিলো তাদের।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ