খুলনায় সাতসকালে সড়কে ঝরলো দুই প্রাণ

আরো পড়ুন

খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি বাস খাদে গিয়ে পড়ে। এতে দুইজন নিহত এবং আরো ৮ জন আহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত এবং ৭/৮ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ডুমুরিয়া থানার এসআই শফিক বলেন, সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। তখন বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১১। আহতদের মধ্যে ৩ জন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ