এসএমএস ছাড়াই নেয়া যাবে বুস্টার ডোজ, শুরু ৪ জুন থেকে

আরো পড়ুন

আগামী ৪ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ। এটি চলবে ১০ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সকল বয়সী তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। এ সময়ে টিকা নেয়ার জন্য মোবাইল ফোনে এসএমএস আসার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পার হলেই বুস্টার ডোজ নেয়া যাবে। আগামী ৪ থেকে ১০ জুনের মধ্যে যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

সকল টিকা কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকা দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ