যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে (৫৪) কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।
সন্ত্রাসীরা সোমবার রাত ৮টার দিকে শহরের জিরো পয়েন্ট মোড়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহত বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বাবুলকে হত্যা চেষ্টাকারীদের আটকের দাবিতে শহরে মিছিল করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার রাতে ডজন মামলার আসামি আফজাল হোসেন (২৮) নিহত হন। তার বাড়ি নাজির শংকরপুর চাতালের মোড়ে। সোমবার মাগরিবের নামাজের পর বেজপাড়ার কবরস্থানে নিহত আফজালের দাফন সম্পন্ন হয়। কাউন্সিলর বাবলুসহ এলাকার লোকজন আফজালের দাফন শেষে পায়ে হেঁটে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এর কাছাকাছি পৌঁছালে পেছন থেকে এক যুবক একটি কুড়াল দিয়ে কাউন্সিলর বাবুলের মাথার পেছনে কোপ মেরে দৌড়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন রক্তাক্ত কাউন্সিলরকে একটি রিকশায় করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ইমরান হোসেন ইমন ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কবরস্থানে দাফন শেষে বাঁশ কাটার জন্য নিয়ে যাওয়া কুড়াল দিয়ে ওই এলাকার সাকিব পেছন থেকে কাউন্সিলরকে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। সাকিব ওই এলাকার আব্দুল হাইয়ের বাড়ির ভাড়টিয়া।
সোমবার রাতে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) বেলাল হোসাইন ও কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, জিরো পেয়েন্ট মোড়ে কে বা কারা কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের মাথায় কোপ মেরে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।

এদিকে আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হাসপাতাল থেকে শহরে মিছিল বের করেন।

