২২ আরোহী নিয়ে নেপালের বিমান নিখোঁজ

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ভ্রমণের সময় মাঝ-আকাশ থেকে নিখোঁজ হয়েছে নেপালের একটি প্লেন। নিখোঁজ এই প্লেনটি দেশটির তারা এয়ারলাইন্সের এবং বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ-আকাশেই নিখোঁজ হয় বিমানটি। রবিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যম বলছে, রবিবার সকালে মাঝ-আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের একটি ফ্লাইট। তারা এয়ারলাইন্সের এই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমান। ওড়ার পর খানিক ক্ষণের মধ্যে বিমানটি রেডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে বার করা জন্য একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি সাংবাদমাধ্যম জোমসোমের এক বিমান চলাচল নিয়ন্ত্রককে উদ্ধৃত করে জানাচ্ছ, তাঁরা জোমসোমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পান। তা থেকেই তাঁদের অশঙ্কা বিমানটি ভেঙে পড়ছে। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ