বাগেরহাটে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো দুই ভ্যান যাত্রীর

আরো পড়ুন

বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক আহত হয়েছেন।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, ইটবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই রেশমী বেগম নামে এক নারী নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ