ভোট দিনে হবে, রাতে না: সিইসি

আরো পড়ুন

ঢাকা অফিস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই নির্বাচন কমিশনের। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা অন্তর থেকে বলছি। সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুষ্ঠু ধারা অব্যাহত থাকুক।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আর দায়িত্বশীল হওয়া উচিত।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে সিইসি বলেন, ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি। তবুও পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে। সেখানে পযলোচনা করবো। আমরা বলেছি- ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। কালকেও কারিগরি মিটিং হবে।

এ সময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ