সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, অবশেষে ইয়াবাসহ আটক

আরো পড়ুন

চুয়াডাঙ্গা: দৈনিক মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। কথিত সাংবাদিক হাবিব দামুড়হুদা দশমীপাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে।

সোমবার (২৩ মে) সাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করেন। সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ এ তথ্য নিশ্চিত করে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। আমরা তাকে হাতে-নাতে ধরার অপেক্ষায় ছিলাম। সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় এসআই মারজান আল মোনায়েম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবীর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত অভিযোগ ছিলো। আমরা তাকে বেশ কয়েকবার সর্তক করেছি। এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভার আহবান করা হয়েছে। সকল সদস্যের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ