শিক্ষকের ছিনতাই হওয়া পেনশনের ১০ লাখ টাকা উদ্ধার, আটক দুই

আরো পড়ুন

ফরিদপুর: ফরিদপুরের পোস্ট অফিস থেকে শিক্ষকের পেনশনের ১০ লক্ষ টাকা বঙ্গবন্ধু স্কয়ার থেকে ছিনতাই যাওয়া টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সিসি ক্যামেরা দেখে এ ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনের মধ্যে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

সোমবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আটকরা হলেন, ফরিদপুরের কোতয়ালী থানার ডোমরাকান্দি এলাকার মো. জাহাঙ্গীর ইসলাম ও কবিরপুর গ্রামের মো. আবুল হোসেন মোল্লা।

পুলিশ জানায়, গত ৮ মে ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্লা পেনশনের ১০ লাখ টাকা জেলার প্রধান ডাকঘর থেকে তুলে নিয়ে যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যায়। এ ঘটনায় ৯ মে কোতয়ালী থানায় মামলা হয়।

সিসি ক্যামেরা দেখে এসআই শামীম হাসান ও মাসুদ ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে। পরে ২২ মে দিবাগত সাড়ে ১২টার দিকে ডোমরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কবিরপুরের আবুল হোসেনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, এই চক্রের তিন সদস্য বিভিন্ন ব্যাংক ও জেলার প্রধান ডাকঘরে প্রথমে ওৎ পেতে থাকে। কেউ বেশি অংকের টাকা তুললে তার পিছু নেয়, অতপর সুবিধাজনক স্থান থেকে সেই টাকা চুরি বা ছিনিয়ে নেয়।

তিনি জানান, আসামিদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ