বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি

আরো পড়ুন

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছে গণফোরাম। বন্যাকবলিত এলাকায় গণফোরামের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক বিবৃতিতে বন্যা পরিস্থিতিতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে এ তথ্য জানায়।

সিলেট অঞ্চলের জনগণ সীমাহীন কষ্টে দিন অতিবাহিত করছে।

বন্যা পরিস্থিতির অবনতি ও সরকারের গাফিলতি বড়ই দুশ্চিন্তার কারণ। অবিলম্বে সিলেট অঞ্চলে বন্যাকবলিত প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও জানমালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ এবং পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানিয়েছে গণফোরাম।

গণফোরাম সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট আনসার খানের নেতৃত্বে ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বকশি ইকবালের তত্ত্বাবধানে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই আরো ত্রাণসামগ্রী নিয়ে গণফোরাম প্রতিনিধিদল সিলেট অঞ্চলে পৌঁছবে বলে জানানো হয়েছে। গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি মহসীন রশিদ ও মহিউদ্দিন আব্দুল কাদেরের সমন্বয়ে জরুরিভিত্তিক সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ